আবহাওয়া অফিস সূত্র আজ শনিবার সকালে জানায়, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে মংলা মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর আর চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। মাছ ধরার বোট ও লাইটার জাহাজ কর্ণফুলী তীরে রাখা হয়েছে নগরের ফিশারি ঘাট এলাকায়। ঘূর্ণিঝড় বুলবুলের
দেশের বেশির ভাগ এলাকার কৃষিজমিতে এখন শীতের সবজি। আমন ধানও পাকতে শুরু করছে। এমন সময়ে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর পূর্বাভাস দিয়েছে। এই ঝড়ের উৎপত্তি আন্দামান সাগরে, এটি বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যার পর ঘূর্ণিঝড়টি সুন্দরবন ও পটুয়াখালী উপকূলে আঘাত হানতে পারে। গতকাল শুক্রবার রাতে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল। আঘাত হানার সময় এর গতিবেগ ১৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
শুধু প্রবল গতি নয়, ঝড়টির সঙ্গে রয়েছে বিশাল এক মেঘমালা। এর প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোয় গতকাল দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার আকাশও মেঘে ঢাকা। ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৭ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে উপকূলীয় এলাকায়। এরই মধ্যে দেশের উপকূলের ১৪টি জেলাকে জলোচ্ছ্বাসের সতর্কবার্তা দেওয়া হয়েছে। গতকাল বিকেলের পর অভ্যন্তরীণ সব নৌপথে লঞ্চ-জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। দেশের সমুদ্রবন্দরগুলোর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
সাগরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সুন্দরবনের দুবলারচরে রোববার থেকে শুরু হতে যাওয়া রাসমেলা বাতিল করেছে বাগেরহাট জেলা প্রশাসন।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদগণ জানান, ঘূর্ণিঝড়টি শনিবার (আজ) সন্ধ্যার পর বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। আঘাত হানার সময় এর গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঝড়ের সঙ্গে থাকা মেঘমালার জন্য সোমবার পর্যন্ত দেশের উপকূলসহ বেশির ভাগ এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে।
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপকূলের সাত জেলা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের ১৪টি জেলায় ৫৬ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। এসব জেলার ঝুঁকিপূর্ণ স্থানে থাকা মানুষকে শনিবার সকাল থেকে আশ্রয়কেন্দ্র্রগুলোয় নিয়ে আসা হবে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।