চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক ব্যতিক্রমী মহড়া আয়োজন করেছে, যার লক্ষ্য সাধারণ মানুষকে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন করা এবং পুলিশকে তথ্য দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা।
সন্ত্রাসী ছোট সাজ্জাদ হোসেন, যিনি বর্তমানে তাহসিন হত্যা মামলায় রিমান্ডে আছেন, তাকে নিয়ে গত ৬ ও ৭ এপ্রিল চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়। পুলিশ সদস্যরা মাইক হাতে উপস্থিত জনসাধারণকে সচেতন করেন, ‘‘আপনারা সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য দিলে আমরা যথাযথ ব্যবস্থা নেবো।’’
মহড়ায় অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তারা জানান, ‘‘যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স ঘোষণা করেছে।’’
এ সময় ছোট সাজ্জাদকে মাথায় হেলমেট, কোমরে রশি ও হাতকড়া পরিয়ে এলাকাগুলোতে সন্ত্রাসবিরোধী প্রচারণা চালানো হয়। তার বিরুদ্ধে খুনসহ মোট ১৭টি মামলা রয়েছে।