চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরে ডুবে ইব্রাহিম (৪) ও সাদিয়া (২) নামে দুই শিশু ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু উপজেলার চরভৈরবী ইউনিয়নের পাড়াবগুলা গ্রামের হারুনুর রশিদ হাওলাদারের সন্তান।
দুর্ঘটনাটি ঘটে বুধবার (২১ মে) সকাল ৯টার দিকে।
পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালে খেলতে ঘরের বাইরে যায় দুই শিশু। এ সময় মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অমিত কুমার সরকার বলেন, “শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।”
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।