চাঁদপুর শহরের জেএমসেনগুপ্ত সড়কে সড়কের একটি ম্যানহোলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় তিনজন পথচারী আহত হয়েছেন। রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন তন্বী আক্তার (৩৫), তাফসির হোসেন (১০) ও আব্দুর রাহিম (৮)। তারা সবাই চাঁদপুর শহরের দক্ষিণ গুণরাজদী এলাকার বাসিন্দা ও ঘটনার সময় পথচারী ছিলেন।
চাঁদপুর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, সড়কের একটি ম্যানহোলে হঠাৎ বিস্ফোরণ ঘটে, এতে ম্যানহোলের ঢাকনা ও আশপাশের অংশ ভেঙে যায় এবং তিনজন আহত হন। ধারণা করা হচ্ছে, ম্যানহোলে জমে থাকা মিথেন গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটে।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল জানান, আহতদের মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাত লেগেছে, তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
উল্লেখ্য, বিস্ফোরণের ঘটনাস্থলটি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পুরাতন বাসভবনের সামনের অংশে হলেও বর্তমানে ওই বাড়িতে কেউ বসবাস করেন না।