ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রার জন্য প্রস্তুতকৃত মোটিফে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এক ব্যক্তিকে আগুন দিতে দেখা গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, “সিসিটিভিতে দেখা গেছে, এক ব্যক্তি প্রথমে পর্দার আড়ালে ঢুকে মোটিফে কোনো লিকুইড ছিটায়, পরে আগুন লাগিয়ে দেয় এবং দেয়াল টপকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে চলে যায়। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।”
ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রক্টর জানান, “যত দ্রুত সম্ভব অপরাধীকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যদি আজই ধরা যায়, তাহলে আজই প্রতিবেদন দেওয়া হবে।”
এ ঘটনায় চারুকলার শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, তবে নববর্ষের শোভাযাত্রা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।