রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।
রবিবার (১৯ অক্টোবর) রাতে দলের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বিজ্ঞপ্তি প্রেরণ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার বিকেলে গুলশান কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম-এর সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনার বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যেই ঘটনার তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা প্রদান করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও প্রচার মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। এই প্রেক্ষাপটে বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে, রাজনৈতিক দলের সঙ্গে সাংবাদিক ও মিডিয়ার সম্পর্ক অবিচ্ছেদ্য এবং বিশ্বাস ও পারস্পরিক আস্থার ভিত্তিতে প্রতিষ্ঠিত।
দল জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন এবং তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশের সঙ্গে তদন্ত ও শাস্তিতে কোনো বিলম্ব না করার নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে:
-
অপ্রীতিকর ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে।
-
গুলশান কার্যালয়ে সাংবাদিকসহ সকল মিডিয়া ব্যক্তিত্বের নিরাপত্তা সর্বোচ্চভাবে নিশ্চিত করা হবে।
-
বৈধ পাশ ও পরিচয়পত্র ছাড়া অননুমোদিত প্রবেশ নিষিদ্ধ থাকবে।
-
পরিস্থিতির সুযোগ নিয়ে যেকোনো প্রকার অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।