সুনামগঞ্জের ছাতক উপজেলার টেঙ্গারগাঁও গ্রামে চোরাকারবারির নেতৃত্বে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে, যেখানে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত শাহিনসহ ৬ জনকে আটক করেছে।
ছাতক থানার পুলিশ জানায়, সোমবার (২৫ আগস্ট) রাতে নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারের জন্য এসআই মো. রোমেন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় চোরাকারবারি শাহিনের ভাই জয়নাল পুলিশের পথরোধ করেন। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে ছাতক থানার ওসি মো. সফিকুল ইসলাম খান অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মূল অভিযুক্ত শাহিনসহ ৬ জনকে গ্রেপ্তার করে। আহত দুই পুলিশ সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শাহিন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় চোরাকারবার চালিয়ে আসছে। সম্প্রতি তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর তিনি দুই সাংবাদিককে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকিও দেন।
স্থানীয়রা জানান, হামলার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে।
ছাতক থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, “চোরাকারবারির নেতৃত্বে অভিযান চালাতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন। আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং বাকি অপরাধীদের ধরার চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনায় এসল্ট মামলা প্রস্তুত করা হচ্ছে।”