কারিগরি শিক্ষার মানোন্নয়নসহ ছয় দফা দাবিতে আজ রবিবার (২১ এপ্রিল) ঢাকাসহ সারা দেশে মহাসমাবেশের ডাক দিয়েছে সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ এ কর্মসূচির ঘোষণা দেয়। শনিবার সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—
- ডিপ্লোমা কোর্সের মানোন্নয়ন
- উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত
- অবৈধ নিয়োগ বাতিল
- কারিগরি শিক্ষা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়োগ
- স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় গঠন
- উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এসব দাবি জানিয়ে আসলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এবার সারা দেশে একযোগে মহাসমাবেশের মাধ্যমে আন্দোলনকে আরও বেগবান করা হচ্ছে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত ও কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের পথে নামবেন তারা।