ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার পর থেকে তারা ওই মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
এতে সাতরাস্তা মোড় হয়ে মহাখালী, মগবাজার ও কারওয়ান বাজারমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট।
‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ ব্যানারে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, তারা পূর্বঘোষিত ছয় দফা দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে যাবেন। তাদের দাবির মধ্যে রয়েছে হাইকোর্ট কর্তৃক জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল, পদবি পরিবর্তন এবং সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করার দাবি।