ফেনীর ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিনুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১১ মে) দিবাগত রাতে জেলা শহরের নাজির রোড এলাকায় নিজ বাসভবন ডিসি ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ চৌধুরী জানান, শাহজাহান মিনু ফেনীর মহিপালে গত ৫ আগস্ট এক ছাত্র হত্যার মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।