রংপুরের গঙ্গাচড়ায় অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মিস্টার আলীকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গঙ্গাচড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের আগে মিস্টার আলী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। সেখানে লিখেন ‘আমি গ্রেপ্তার’।
জানা গেছে, মিস্টার আলী উপজেলার বড়বিল ইউনিয়নের বাগেরহাট এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুল মতিনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গঙ্গাচড়া সরকারি কলেজ শাখার আহ্বায়ক ও বড়বিল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, ‘মিস্টার আলীর বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃঙ্খলা বিঘ্ন করে জনমনে ক্ষোভের সৃষ্টি ও উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে জনসম্মুখে প্রচারণা চালানোসহ আমলযোগ্য অপরাধ করার প্রস্তুতির অভিযোগ আছে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, মিস্টার আলীকে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হবে।