গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণ-অভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
খালেদা জিয়া বলেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হবে যেকোনো মূল্যে।’ তিনি শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে সবাইকে এক হওয়ার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ‘এখন সবচেয়ে জরুরি জাতীয় ঐক্য। বিভক্তি নয়, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে এক হতে হবে।’ তিনি সংখ্যানুপাতিক ভোটব্যবস্থা নিয়ে ভেবে দেখার আহ্বান জানান।
অনুষ্ঠানে গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। শহীদ পারভেজের মেয়ের বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান।
আলোচনায় বিএনপি ও সহযোগী দলগুলোর নেতারা নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের গুরুত্বের ওপর জোর দেন। বিএনপি জানিয়েছে, বর্ষপূর্তিতে ৩৬ দিনের কর্মসূচি পালন করবে দলটি।