বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, জাতীয় নির্বাচনকালীন সময়ে পুলিশের আচরণ হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, পেশাদার ও দায়িত্বশীল। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি আনুগত্য নয়, পুলিশের আনুগত্য থাকবে কেবল আইন ও দেশের প্রতি।
শনিবার (১ নভেম্বর) রাতে রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিলশেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ আয়োজনে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বাহারুল আলম বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের মূল দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হলেও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুষ্ঠু নির্বাচনের পেছনে পুলিশের অবদানই সবচেয়ে বড় সহায়ক শক্তি।
তিনি আরও বলেন, “যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, পুলিশের দায়িত্ব হচ্ছে আইন অনুযায়ী কাজ করা। কেউ যেন আগাম ধারণা করে বা কাউকে খুশি করার জন্য দায়িত্ব থেকে বিচ্যুত না হয়।”
আইজিপি বলেন, আগামী জাতীয় নির্বাচন পুলিশ বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা ও সুযোগ। অতীতের ভুল সংশোধন করে সততা, ন্যায় ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, “৫ আগস্টে পুলিশ কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিল। ধীরে ধীরে সেই পরিস্থিতি অতিক্রম করে পুলিশ এখন নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে। সমাজে পুলিশের প্রতি প্রত্যাশা যেমন রয়েছে, সমালোচনাও আছে। তবে দায়িত্ব থেকে পুলিশ কখনো সরে যায়নি, এটাই পুলিশের শক্তি।”
এর আগে আইজিপি বিভিন্ন পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং সমস্যা নিয়ে আলোচনা করেন ও তা সমাধানে আশ্বাস প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম। স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, এবং শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার)।
সভায় রাজশাহী রেঞ্জ, আরএমপি এবং রাজশাহী বিভাগের পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











