জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এখনও কোনো প্রার্থীকে সবুজ সংকেত বা মনোনয়ন দেয়া হয়নি। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী অভিযোগ করেন, কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, বিএনপি সবুজ সংকেত দেয় না, বরং দলীয় গঠনতন্ত্র ও নীতিমালা অনুসরণ করে প্রার্থী নির্বাচন করে।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনবান্ধবতার ওপর গুরুত্ব দিতে বলেছেন। যারা দলের কার্যক্রমে এগিয়ে থাকবেন এবং জনগণের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন, তাদেরই মনোনয়নের জন্য বিবেচনা করা হবে।
এছাড়াও রিজভী বলেন, সরকার নির্বাচনের দিকে এগোলে কিছু মহল রাজনৈতিক সুবিধা নেয়ার জন্য ষড়যন্ত্র করছে এবং পতিত ফ্যাসিবাদের সহায়তায় রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।











