জাতীয় পার্টিকে ‘দলদাস ও দালাল’ আখ্যা দিয়ে রংপুরের মানুষকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। মঙ্গলবার রংপুর নগরের ডিসি মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই আহ্বান জানান।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে রংপুরের পীরগঞ্জ থেকে এনসিপির গণপদযাত্রা শুরু হয়। পরে গাইবান্ধা হয়ে নেতাকর্মীরা রংপুরে ফিরে সমাবেশে অংশ নেন।
সমাবেশে আখতার হোসেন বলেন, ‘জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক গৃহপালিত বিরোধী দল হিসেবে কাজ করছে। রংপুরে নানামুখী নাশকতা চালিয়ে আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে। এই গুমদাল দল মামলা প্রত্যাহার না করলে রংপুরবাসী সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির দালালদের কোনো ছাড় নেই। রংপুরের মানুষ অন্যায় আর সহ্য করবে না।’
পদযাত্রার দ্বিতীয় দিনে বুধবার এনসিপি নেতারা কুড়িগ্রাম, ফুলবাড়ী ও লালমনিরহাটে পথসভা করবেন। এনসিপি জানিয়েছে, এই পদযাত্রার লক্ষ্য সারা দেশে জনগণের সাথে যুক্ত হয়ে রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা।