আওয়ামী লীগ দেশের রাজনীতিতে দীর্ঘ সময় শাসন করলেও কখনোই প্রকৃত জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ ও দুঃশাসনের বিষয়ে দেশের জনগণ সচেতন।
শনিবার (৫ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাঙালির জাতীয়তাবাদের সীমাবদ্ধতা বুঝতে পেরেছিলেন এবং সমাধান হিসেবে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ এর ধারণা দেন। এই নীতির মাধ্যমে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন ও দেশের সার্বিক অগ্রগতির পথ তৈরি করেছিলেন।
তিনি বলেন, “জিয়াউর রহমানই একদলীয় স্বৈরতন্ত্র উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি ভিন্নমতকে উৎসাহিত করতেন। অথচ আওয়ামী লীগের চরিত্রই হলো দমন-পীড়ন ও দেশের সংকটকালে পালিয়ে যাওয়া।”
আলোচনা সভায় লেখক ফোরামের নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।