নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) নামের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা এই সহায়তা প্রদান করেছে।
শনিবার সকালে শহরের বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সংস্থার উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম।
আর্থিক সহায়তা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর; সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী ও এসএসএস’র মানব সম্পদ বিভাগের পরিচালক মাহবুবুল হক ভুইয়া শিপন প্রমুখ।
সংস্থাটি করোনায় ক্ষতিগ্রস্ত প্রায় চল্লিশ হাজার উপকারভোগীর মাঝে এই অর্থ সহায়তা প্রদান করছে।
এছাড়াও সংস্থাটি জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপন; এতিম এবং দুস্থদের মাঝে উন্নত খাবার বিতরনসহ নানা কর্মসুচি হাতে নিয়েছে।
সম্পাদনা – অলক কুমার