রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিলের পরবর্তী শুনানি আগামীকাল (বুধবার) অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত আগামীকাল পরবর্তী দিন ধার্য করেন। জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক।
জামায়াতের আইনজীবীরা শুনানিতে দাবি করেন, দলটির নিবন্ধন হাইকোর্ট যে প্রক্রিয়ায় বাতিল করেছিল, তা আইনসম্মত হয়নি। তারা বলেন, রাজনৈতিকভাবে হেয় করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হাইকোর্টের ওই রায়কে উপমহাদেশের ইতিহাসে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের প্রথম নজির বলেও মন্তব্য করেন তারা।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২২ অক্টোবর জামায়াতের নিবন্ধন পুনর্বহাল চেয়ে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আপিল বিভাগ। এরপর চলতি বছরের ১২ মার্চ থেকে এ আপিলের শুনানি শুরু হয়। এর মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন এবং প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পেতে আইনি লড়াইয়ের সুযোগ তৈরি হয়।