বাংলাদেশ জামায়াত ইসলামী সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এর মুক্তি দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে উদ্যানে প্রথমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়
এরপর সারা জেলা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল মিছিল শহরের পৌর থেকে শুরু হয়ে নিরালা মোড় ময়মনসিংহ সড়ক হয়ে হেলিপ্যাডে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা জামায়েতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম সহ সকল বন্দী নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। সেই সাথে জামায়েত ইসলামের নিবন্ধন ফেরতের দাবিও করেন বক্তারা।
বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, জেলা নায়েবে আমীর খন্দ. আব্দুর রাজ্জাক, জেলা শাখার সেক্রেটারি হুমায়ুন কবীর,
জেলার সহকারী সেক্রেটারি ড. হোসনে মোবারক বাবুল, শফিকুল ইসলাম খান, জেলা জামায়েতের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, ন্যাশনাল ডক্টরস ফোরামের টাঙ্গাইল জেলার সভাপতি ডা. একেএম আব্দুল হামিদ প্রমুখ।