রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াত ইসলামী বাংলাদেশের জাতীয় সমাবেশে বিএনপিকে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে দলটি।
শনিবার (১৯ জুলাই) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ স্পষ্ট করেছেন, জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।’
এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘জাতীয় সমাবেশে কেবল পিআরের (পলিটিক্যাল অ্যালায়েন্স) আওতায় থাকা দলগুলোকেই আমন্ত্রণ জানানো হয়েছে।’
অন্যদিকে, গণসংহতি আন্দোলনকে জামায়াত থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হলেও তারা অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন দলটির এক নেতা।
তবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আমি এবং দলের তিনজন প্রতিনিধি জামায়াতের সমাবেশে যোগ দেবো।’
শনিবার দুপুর ২টায় শুরু হওয়া এই সমাবেশ ঘিরে সাংস্কৃতিক উইংয়ের তৈরি প্রচারণামূলক গান পরিবেশন করা হয়েছে। দূরদূরান্ত থেকে সমাবেশে অংশ নিতে ট্রেন ও বাস ভাড়া করে নেতা-কর্মীরা ঢাকায় এসেছেন বলে জানা গেছে।