পতিত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে গণমিছিল করেছে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবির।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নগরীর টমছমব্রীজ থেকে গণমিছিলটি বের হয়ে সালাউদ্দিন মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা শিবিরের সভাপতি সানাউল্লাহ রাসেল, দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মহিউদ্দিন রনি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী। সমাবেশে সভাপত্বি করেন কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ।
এ সময় তাদের শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন মিছিল দিতে দেখা গেছে। মিছিলে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগান দিতে শোনা গেছে।
মহানগর শিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, ‘বিচারের আগে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচির নামে রাজপথে নামার চেষ্টা করলে শিবির শক্ত হাতে তা প্রতিহত করবে। গণঅভ্যুত্থানের ৬ মাস পার হলেও জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করতে পারেনি অন্তবর্তীকালীন সরকার।
খুনিরা এখনও আইন-শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পক্ষ থেকে করা মামলার অনেক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সেই সাথে ফ্যাসিবাদের দোসর অনেকের জামিন পাচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছেন জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ছাড়া এই দেশে রাজনীতি করার কোন অধিকার নেই।
রাজনীতি করতে চাইলে অপকর্মের বিচার না হওয়া পর্যন্ত সংগঠনটির নেতাকর্মীদের অপেক্ষা করতে হবে।’