জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায়ে কঠোর অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার ও গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান রচনার কোনো বিকল্প নেই। জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না—যেকোনো মূল্যে তা আদায় করা হবে।
মঙ্গলবার (১ জুলাই) গণ-অভ্যুত্থানপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “যারা ভাবছেন রাজপথের লাখো মানুষ ঘরে ফিরে গেছে, তারা ভুল করছেন। আমরা দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ব। ছাত্র, তরুণ, শ্রমিক ও জনগণকে আবারও রাজপথে আহ্বান জানাচ্ছি—জুলাই ঘোষণাপত্র ও সনদ অবশ্যই আদায় করব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “শহীদ আবু সাঈদরা যে স্বপ্নের জন্য জীবন দিয়েছে, আমরা তা মানুষের কাছে পৌঁছে দেবো। আবু সাঈদ পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, সেটিই আমাদের প্রেরণা। ফ্যাসিবাদী শাসন বিলোপের সংগ্রামে শহীদদের আত্মত্যাগ চিরকাল স্মরণ করবে দেশের মানুষ।”