জুলাইকে সত্য ও সততার ওপর বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান লেখেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালে ফের ৩০ শতাংশ কোটা ফিরিয়ে আনার ষড়যন্ত্রের প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলনই জুলাই মাসে গণঅভ্যুত্থানে রূপ নেয়।
তিনি অভিযোগ করে বলেন, জুলাই সনদের খসড়া প্রস্তাবে কোটা সংস্কার আন্দোলনের উল্লেখ ছিল না, যা ইতিহাস বিকৃতির শামিল। তিনি জোর দিয়ে বলেন, জুলাই সনদে সংগ্রামের প্রকৃত ইতিহাস থাকতে হবে।
রাশেদ খান আরও বলেন, ‘‘মিথ্যা ও একপাক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে। তাই সত্য ও সততার ভিত্তিতেই জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে।’’