ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ভারতীয় জাল রূপিসহ বাবা ও ছেলেকে আটক করেছে। আটক হয়েছেন বাগেরহাট জেলার কান্দাপাড়া বেশরগাতী গ্রামের ওলিয়ার শেখ (৩৭) ও তার ৫ বছর বয়সী ছেলে আমান শেখ।
বিজিবি জানিয়েছে, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় তাদের মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। বুধবার (২৭ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করা হয়।
ওলিয়ার শেখ ২০১৪ সাল থেকে ভারতের বিহারে বসবাস করছিলেন এবং সেখানে দর্জির কাজ করতেন। ২০১৭ সালে তিনি স্থানীয় এক নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার ৫ বছর বয়সী ছেলে আমান শেখকেও আটক করা হয়েছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, ওলিয়ারের কাছে ভারতীয় ৫ লক্ষ ৪ হাজার জাল রূপি পাওয়া গেছে। এটি তিনি বাগেরহাট সদর নিবাসী মারুফ নামের একজনের কাছ থেকে ৬০ হাজার টাকায় ক্রয় করেছিলেন।
আটক ওলিয়ারকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।