ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন কুমিল্লাপাড়া গ্রামে অভিযান চালিয়ে পাচারের সময় ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ জুলাই) ভোররাতে এই অভিযান চালানো হয়।
৫৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু হানিফ সিহানুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক ব্যক্তি চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণের বার নিয়ে ভারতের দিকে প্রবেশের চেষ্টা করছিল। বিজিবির সদস্যরা তাকে আটক করার চেষ্টা করলে তিনি সঙ্গে থাকা তিনটি পোটলা ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে পোটলাগুলো থেকে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৪ কেজি ২০৩ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা।
ঘটনার বিষয়ে মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং উদ্ধার করা স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।