মা ইলিশ সংরক্ষণে টাঙ্গাইল সদর ও গোপালপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শনিবার (১১ অক্টোবর) সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের ওমরপুর এলাকায় যমুনা নদীতে এবং গোপালপুর উপজেলার কোনাবাড়ী বাজারসংলগ্ন নদীপাড়ে এ অভিযান পরিচালিত হয়।
সদর উপজেলায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে। গোপালপুরে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেন।
অভিযানে ৫ হাজার ৪০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। পরে এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নদীতীরবর্তী জেলেসহ স্থানীয়দের নিষিদ্ধ জাল ব্যবহার না করার অনুরোধ জানানো হয় এবং মা ইলিশ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জানিয়েছেন, মা ইলিশ রক্ষায় এই অভিযান চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। তিনি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন।