টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বর্তা বিলে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে উপজেলা প্রশাসন Friday (১৫ আগস্ট) অভিযান চালিয়ে প্রায় ১,৫০০ মিটার পাইপ এবং একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে।
সকালে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। কালিহাতী উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি অবৈধভাবে পাইপলাইন স্থাপন করে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করছিলেন। এতে বিলের প্রাকৃতিক পরিবেশ ও জলধারা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন দ্রুত অভিযান চালায়।
উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, “প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধভাবে মাটি বা বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।”