টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নে আনেহলা প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনেহলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় এই লীগ অনুষ্ঠিত হয়।
লীগের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আজিজুল কদর বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করটিয়া সরকারি সা’দত কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাব্বির হাসান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আনেহলা ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল রহিম খান দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘাটাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কাউসার তালুকদার।
উদ্বোধনী খেলায় অংশ নেয় তারুণ্যে আলো স্পোর্টিং ক্লাব বনাম টাঙ্গাইল সিটি ফুটবল ক্লাব। খেলাটি আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সারোয়ার হোসেন স্বপনের সহযোগিতায় পরিচালিত হয়।