টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের একটি রেস্টুরেন্টে এ সভা আয়োজন করা হয়।
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন এবং সভা সঞ্চালনা করেন সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল। সভায় আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আক্তার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের স্বাক্ষরে টাঙ্গাইল জেলা এনসিপির ৫৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে অ্যাডভোকেট কামরুজ্জামান শাওনকে আহ্বায়ক এবং মাসুদুর রহমান রাসেলকে সদস্য সচিব করা হয়।











