টাঙ্গাইল জেলা কারাগারে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে শুরু হয়েছে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান। এ কার্যক্রমে বন্দিদের পাশাপাশি কারা কর্মকর্তারা, তাদের পরিবারের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা এবং স্থানীয় যুবকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে কারা মহাপরিদর্শকের নির্দেশনা অনুযায়ী এ অভিযান শুরু হয়। এর উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার শহিদুল ইসলাম।
জেল সুপার শহিদুল ইসলাম বলেন, “সারা দেশে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় বন্দিদের সুরক্ষা নিশ্চিত করতে আমরা বিশেষ এই কর্মসূচি হাতে নিয়েছি। বন্দি, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের শিক্ষার্থীরা একসঙ্গে অংশ নিয়ে এটি সফল করছেন।”
তিনি আরও জানান, কারাগারের আঙিনা ও আশপাশের এলাকায় ফগ মেশিন দিয়ে মশা নিধন, ঝোপঝাড় পরিষ্কার, ড্রেন ও নর্দমা থেকে আবর্জনা অপসারণের কাজ চলছে। এ কাজে কাস্তে, কোদালসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলার হাবীবুর রহমান, ডেপুটি জেলার আবুল কালাম আজাদ, সার্জেন্ট আবুল হোসেন ও সহকারী সার্জন ডা. আবিবুর রহমান প্রমুখ।
কারা কর্মকর্তারা জানান, মশা নিধনের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার থাকায় কারাগারের পরিবেশ আরও স্বাস্থ্যকর হয়ে উঠবে।