টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিকে বর্ধিত করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে উন্নীত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান গত ১৯ ফেব্রæয়ারি এই কমিটি অনুমোদন দেন।
জানা যায়, গত ১৬ মাস আগে তারিকুল ইসলাম ঝলককে আহবায়ক, মোফাজ্জেল হোসেন জুয়েলকে সিনিয়র য্গ্মু-আহবায়ক ও সালেহ মোহাম্মদ শাফী ইথেনকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে দলীয় কার্যক্রমের গতি আরো বৃদ্ধি করার লক্ষ্যে আহবায়ক কমিটি বর্ধিত করা হয়।
দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বিগত আওয়ামী লীগের শাসনামলে দমন নিপীড়নের কারণে স্বেচ্ছাসেবক দলের ২৩টি ইউনিটের একটি ইউনিটেও সম্মেলন করতে পারেনি। অতিদ্রুত ওই ২৩টি ইউনিটের সম্মেলন সম্পন্ন করে জেলা কমিটির সম্মেলনের আয়োজনের লক্ষ্যে আহবায়ক কমিটি বর্ধিত করা হয়েছে।
এই বিষয়ে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল টাঙ্গাইল জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় আগামী দিনে ৩১ দফার বাস্তবায়নে জেলাব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি আজকে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের ৫১ সদস্য বিশিষ্ট বর্ধিত আহবায়ক কমিটির অনুমোদন দেয়। কেন্দ্রের নির্দেশে অতিদ্রুত জেলার প্রতিটি ইউনিটের সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বের হয়ে আসবে, যা আগামী দিনে দেশ গঠনের কাজে সহায়ক ভূমিকা পালন করবে।