টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি পিঠা উৎসবে শত শত নারী পুরুষ আর শিশুদের এক মিলন মেলায় পরিনত হয়। পিঠার বিভিন্ন স্টলে ক্রেতা-বিক্রেতার পদচারনায় মুখরিত হয়ে উঠে শহীদ স্মৃতি পৌর উদ্যান। অর্ধশত পিঠার স্টলে গ্রাম বাংলার ঐতিহ্য বাহারি পিঠার পশরা সাজায় আয়োজকরা।
শাহীন স্কুল এন্ড কলেজের উদ্যোগে পিঠা উৎসের পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতা, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দুপুরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন। এর আগে সকালে দিন ব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান। শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানমসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের লোকজন।