টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল পৌর শহরের সাবালিয়া পাঞ্জা পাড়া এলাকায় সড়কের পাশে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সকালে পথচারীরা ড্রেনের মধ্যে লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে তারা এসে ওই অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহাম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে কি কারনে মৃত্যু হয়েছে বিস্তারিত বলা যাবে।
সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিক ধারণা করা যাচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় ড্রেনের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় নিশ্চিত করার জন্য আমাদের টিম কাজ করছে।