নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারে (বালিকা) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি শিশু বালিকা মিলনায়তনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়।
এসময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্বে করেন জেলা সমাজ সেবা অফিসার মো. শাহ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শহিদ উল্ল্যা।
এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শহিদ উল্ল্যা বলেন, টাঙ্গাইলের দুইটি শিশু পরিবারের সকল শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসকের নির্দেশে প্রতিটি উপজেলার নির্বাহী অফিসারগণ একশ’ জন করে শিশুর মাঝে মিষ্টি বিতরণ করবেন।
উল্লেখ্য ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা।
অনুষ্ঠান শেষে সরকারি শিশু পরিবারের (বালিকা) সকল শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।