আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলমগীর হোসেনের উদ্যোগে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সিলিমপুর বেবিস্ট্যান্ড এলাকার আঞ্চলিক বিএনপি কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ এক্স জেসিডি ফোরামের সদস্য সচিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমএইচ হল ছাত্র সংসদের সাবেক ভিপি, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক অর্থসম্পাদক আলমগীর হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন ইউনিয়ন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আলমগীর হোসেন বলেন, টাঙ্গাইল-৬ আসনে দলকে সুসংগঠিত করে মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “১৯৮৬ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে আছি। ছাত্র সংসদ থেকে জেলা পর্যায়ের দায়িত্ব পালন করেছি। কখনো চাঁদাবাজি বা অনিয়ম করিনি। কৃষক থেকে এমপি-মন্ত্রী—সব শ্রেণির মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।”
সভায় সভাপতিত্ব করেন আটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস মিয়া। উপস্থিত ছিলেন সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও সাংবাদিক এস এম আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হুরমুজ তাল্লুকদার, দেউলি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমরান হোসেন জাহাঙ্গীর ও সাবেক স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক জাহিদ ইকবাল অটল।
আটিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মীর শিবলুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক দেলুয়ার হোসেন লাবু, ইউনিয়ন বিএনপির নেতা ইবরাহিম খলিল, জীবন মিয়াসহ কৃষক দল, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন পেশার কর্মী।











