টাঙ্গাইলের আইনজীবীরা ভার্চ্যুয়াল আদালতে অংশ নিবেন না। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে আদালত চালুর দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৪ মে) জেলা আইনজীবী সমিতির বর্ধিত সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। এর আগে মঙ্গলবার কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য ছাড়াও সব সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেন।
সভা সূত্রে জানা যায়, প্রত্যেক বক্তা ভার্চ্যুয়াল আদালত চালুর বিপক্ষে মত প্রকাশ করেন। বেশিরভাগ আইনজীবী তথ্যপ্রযুক্তি ব্যবহারে প্রস্তুত নন। এ জন্য তাঁরা সামাজিক দূরত্ব বজায় রেখে সপ্তাহে দুই দিন স্বল্প পরিসরে আদালত পরিচালনার দাবি জানিয়েছেন।