কৃষি প্রতিবেদক : টাঙ্গাইলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে করণীয় শীর্ষক উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মে) দুপুরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলা অফিসার ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং পরিচালক কৃষিবিদ একেএম মনিরুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বশির আহম্মেদ সরকার; সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী; সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন; উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন; ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহ্সানুল বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান; সদর উপজেলা কৃষি অফিসার জিয়াউর রহমান; দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাভলু মিয়া লাবু প্রমুখ।
এ সময় উপ-সহকারী কৃষি অফিসার, জন প্রতিনিধি, কৃষকসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার