টাঙ্গাইলে নতুন করে আরো ১৬ জন করোনা পজিটিভ হয়েছে। গত ২৮ মে তারিখে পাঠানো ২২৭টি নমুনা থেকে ১৬টি পজিটিভ হয়েছে। এ নিয়ে টাঙ্গাইলে মোট করোনা আক্রান্ত ১৮১ জন।
সোমবার (০১ জুন) দুপুরে ১২টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত ১৬ জনের মধ্যে জেলার মধুপুর উপজেলায় ২ জন (দেবীপুর ১, পৌরসভা এলাকার নতুন বাজার ১); কালিহাতী উপজেলায় ২ জন (কালিহাতী মাঝিপাড়া ১, এলেঙ্গা ১); ঘাটাইল উপজেলায় ৪ জন (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, শান্তিমহল, ঘাটাইল সদর ১, দিঘলকান্দি ইউনিয়নের নাটশালা ২); ধনবাড়ী উপজেলায় ৩ (কয়া, বীরকদমতলী ১, পাইস্কা বাজার ১, মটবাড়ী, আম্বারিয়া ১); নাগরপুর উপজেলায় ৩ জন (মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া ১, মোকনা ইউনিয়নের নাটাং ১, উপজেলা পরিষদ ১); সদর উপজেলায় ১ জন (দাইন্যা ইউনিয়নের ধীতপুর ১, যিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন এবং স্যাম্পল অন্যত্র দিয়েছেন) ও বাসাইল উপজেলায় ১ জন (ফুলকি ইউনিয়নের ময়থা কমলা পাড়া) শনাক্ত হয়েছেন।
এবিষয়ে সিভিল সার্জন আরো জানান, রিপোর্টগুলো স্ব স্ব উপজেলা প্রশানের নিকট পাঠিয়ে দেয়া হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন, চিকিৎসার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী পৌঁছে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও তাদের লেবু, কালো জিরা, মধু, আদা পাঠিয়ে তা ব্যবহারের পদ্ধতি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে।