নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মাধবপুর গ্রামে আগে প্রায় আটশ’ জন ভোটার ছিল।
যমুনার ভয়াল গ্রাসে গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বর্তমানে জেলা নির্বাচনের ভোটার তালিকায় এই গ্রামে একজন মাত্র ভোটার রয়েছেন।
এ ছাড়াও কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার তালিকায় কচুয়া গ্রামে ১২ জন ভোটার রয়েছেন।
হুগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলম দুলাল বিষয়টি জানান।
ওই ইউনিয়নের মাধবপুর গ্রামের একমাত্র ভোটার আবদুর রহমান (৩০); তিনি ওই গ্রামের ঠান্ডু মিয়া ও হামেলা বেগম দম্পতির ছেলে।
ওই গ্রামের ভোটার তালিকায়ও শুধু তার নামটিই রয়েছে।
এছাড়াও একই ইউনিয়নের কচুয়া গ্রামে ভোটার সংখ্যা মাত্র ১২ জন।
জানা গেছে, যমুনার ভাঙনে গ্রাম দুটি প্রায় বিলীন হয়ে গেছে। আর গ্রামের বসবাসরত মানুষ নিজের শেষ সম্বলটুকু হারিয়ে অনেকটা বাধ্য হয়ে অন্যত্র চলে গেছে।
ফলে ভোটার তালিকা সংশোধন করে তাদের ওই গ্রামের ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া হয়েছে। সূত্র – বাংলার চোখ, সম্পাদনা – অলক কুমার