স্বাস্থ্য প্রতিবেদক : টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৩ জন, আর উপসর্গ নিয়ে ৬ জনসহ একদিনে ৯ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট ১২১ জন মারা গেলেন।
শনিবার (৩ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব এ তথ্যটি নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন।
আরএমও শফিকুল ইসলাম সজিব বলেন, ‘হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বর্তমানে হাসপাতালে ১০৫ জন ভর্তি রয়েছে।
এরমধ্যে আইসিইউ ওয়ার্ডে পাঁচজন, করোনা ইউনিটে ৩৮ জন ও আইসোলেশনে ৬২ জন চিকিৎসাধীন রয়েছে।’
এদিকে গত ২৪ ঘণ্টায় ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ২০৫টি নমূনার ফলাফল এখনো পাওয়া যায়নি।
এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৯৬ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২১ জনের। সম্পাদনা – অলক কুমার