টাঙ্গাইলে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

টাঙ্গাইলে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক : আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে টাঙ্গাইলে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৩ জুলাই) সকালে এনটিভির ২০ বছর পূর্তি ও ২১ বছরে পদার্পন উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এনটিভি দর্শক ফোরাম টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক পুর্বাকাশ পত্রিকার সম্পাদক এডভোকেট খান মোহাম্মদ খালেদ, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, প্রবীন সাংবাদিক বিমান বিহারী দাস, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আখতার শামীম প্রমুখ। আলোচনায় বক্তারা এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও অনুষ্ঠান নিয়ে প্রশংসা করেন।

আরো পড়ুন – শ্বশুর বাড়িতে স্ত্রীকে জবাই করে হত্যা করলো মাদকাসক্ত স্বামী

তারা বলেন, এনটিভির পথচলা থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আজ পর্যন্ত অবিচল রয়েছে। এনটিভি আজ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠান টাঙ্গাইলের জৈষ্ঠ ও নবীন সাংবাদিকের এক মিলন মেলায় পরিনত করেছে।

আলোচকরা এনটিভির কলাকৌশলী সাংবাদিক ও অনুষ্ঠান বিভাগের সকলকে জন্মদিনে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনটিভির স্টাফ করেসন্ডেন্ট মহব্বত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর ও লাইব্রেরী সম্পাদক অরন্য ইমতিয়াজ।

আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসময় টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।