স্বাস্থ্য প্রতিবেদক : টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ২২৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এই সময়ে আরো ৫ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আরো ৩ জন মারা গেছেন।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৫৮১টি নমূনা পরীক্ষা করে ২২৭টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আক্রান্তের হার ৩৯.০৭ শতাংশ।
জেলায় শনাক্ত ২২৭ জনের মধ্যে সদরে ৮৫, নাগরপুরে ৩, দেলদুয়ারে ১২, সখীপুরে ২৪, মির্জাপুর ৪, বাসাইলে ১৩, কালিহাতীতে ১৫, ঘাটাইলে ১৭; মধুপুরে ৯, ভূঞাপুরে ৩, গোপালপুরে ২৬ এবং ধনবাড়ীতে ১৬ জন।
এপর্যন্ত টাঙ্গাইলে ৮৬৩১ জন করোনা আক্রান্ত হয়েছে।
এদের মধ্যে সদরে ৩৮০৯, নাগরপুরে ১৬৯, দেলদুয়ারে ৪০৮, সখীপুরে ৪১০, মির্জাপুর ৮৭১, বাসাইলে ২৩২, কালিহাতীতে ৮৩৩, ঘাটাইলে ৫৫৬; মধুপুরে ৪১৯, ভূঞাপুরে ৩৫৬, গোপালপুরে ৩১২ এবং ধনবাড়ীতে ২৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়ে আরো ৫ জন মৃত্যুবরণ করেছেন। এনিয়ে টাঙ্গাইলে মোট মৃত্যু ১৩০।
মৃতদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৫৩, নাগরপুরে ২, দেলদুয়ারে ১১, সখীপুরে ৫, মির্জাপুরে ১১, বাসাইলে ৬, কালিহাতীতে ১৭, ঘাটাইলে ১২; মধুপুরে ৩, ভূঞাপুরে ৪, গোপালপুরে ৩ এবং ধনবাড়িতে ৩ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি সকলকে সরকার নির্দেশিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব সোমবার (৫ জুলাই) জানান, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে।