টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে কৃষক, শ্রমিক, পেশাজীবী ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ‘কৃষক ও বিনোদন’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে চৌবাড়িয়া স্কুল মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে কাতুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কৃষিই বাংলাদেশের প্রাণ। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। একইসাথে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও বিনোদনমূলক খেলাধুলা নতুন প্রজন্মকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও যুবসমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে লাঠিবাড়ী খেলা, কিশোরীদের কাবাডী খেলা, ঘোড়া দৌড় ও কলাগাছ খেলাসহ লোকজ সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে এলাকাবাসীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।