টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল খামারবাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের উপ-পরিচালক আশেক পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ছাইফুল আলম।
সভায় জানানো হয়, প্রকল্পের মূল উদ্দেশ্য হলো— মাটি ও আবহাওয়ার উপযোগী ফসল চাষ, নিবিড় শস্য বিন্যাস, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য ঘাটতি হ্রাস, টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পুষ্টি সরবরাহ, বাণিজ্যিক কৃষি সম্প্রসারণ, উদ্যোক্তা তৈরি ও নারীর আত্মকর্মসংস্থান। এসব উদ্যোগের মাধ্যমে কৃষকের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
এই সভায় জেলার বীজ প্রত্যয়ন অফিসার, অতিরিক্ত উপ-পরিচালক, ১২টি উপজেলার কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, বিএডিসি, বিএআরআই প্রতিনিধি এবং ১০ জন উদ্যোক্তা কৃষক অংশ নেন।