টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের মোতাজুড়ি পোড়াবাসা খানমোড় গ্রামের এক বিস্ময়কর ঘটনার জন্ম হয়েছে। রফিকুল ইসলামের মেয়ে রুমি আক্তার (১৮) শারীরিক পরিবর্তনের মাধ্যমে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে। এখন তার নতুন নাম রাখা হয়েছে রাফি আহমেদ নিলয় (১৮)। বিষয়টি ময়মনসিংহের ডাক্তার হেলাল উদ্দিন নিশ্চিত করেছেন।
চলতি বছরের ২২ মে এ ঘটনা এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের গ্রামের মানুষ থেকে শুরু করে দূর-দূরান্ত থেকে বহু মানুষ রুমিকে এক নজর দেখতে ভিড় জমায়। পরে পরিবারের লোকজন নিরাপত্তার কারণে রুমিকে অন্যত্র সরিয়ে নেয়।
রুমি আক্তারের বাবা রফিকুল ইসলাম ও মা হাজেরা বেগম জানান, স্থানীয় দারোগালী সুন্দইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুমি এক ভাই-বোনের মধ্যে ছোট। প্রায় এক বছর আগে তার মধ্যে শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়। একপর্যায়ে পরিবারের বিয়ের কথা ওঠলে রুমি তা নাকচ করে দেয়।
এ ব্যাপারে এলাকাবাসী জানান, শারীরিক পরিবর্তনের কারণে রুমি এখন পুরোপুরি ছেলেদের মতো চলাফেরা করে। ঘটনার সত্যতা যাচাই করতে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করানো হয়।
রাফি আহমেদ নিলয় জানান, ‘আমি আসলে জন্ম থেকেই ছেলের হরমোন নিয়ে জন্মেছিলাম, তবে শারীরিক গঠন মেয়ের মতো ছিল। ময়মনসিংহে ডাক্তার হেলাল উদ্দিনের চেকআপের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছি। এখন আমি রাফি আহমেদ নিলয় নামে পরিচিত।’
স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনে আমরা প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা করিয়েছি। ডাক্তার রিপোর্টে বিষয়টি সত্য প্রমাণিত হয়েছে।’