টাঙ্গাইলের আ্যাডভোকেট বার সমিতি মিলনায়তনে মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সরোযার কায়সার। ফোরামের জেলা শাখার সভাপতি এস এম ফাইজুর রহমান সম্মেলনের সভাপতিত্ব করেন।
সম্মেলনের শেষে পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান খান, সাধারণ সম্পাদক পদে একে এম মনসুর আহমেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাদেকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার মনিরুল ইসলাম। সভাপতি পদে এস এম ফাইজুর রহমানসহ অন্যান্য সকল পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। নতুন নির্বাচিত নেতৃত্ব ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার আশা প্রকাশ করেছেন।