টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেমসের কনসার্ট চলাকালে মোবাইল চুরি ও শ্লীলতাহানির ঘটনায় ব্যাপক হইচই সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাতে আয়োজিত এই কনসার্টে সঙ্গীত পরিবেশনের মাঝে কয়েকশ মোবাইল ফোন চুরি হওয়ার ঘটনা ঘটে। এছাড়া, কিছু নারীকে শ্লীলতাহানিরও অভিযোগ ওঠেছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মোবাইল চুরির ঘটনায় বুধবার (১৪ মে) পর্যন্ত কমপক্ষে ৬০ জন ব্যক্তি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কনসার্টের সময় স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল এবং বিশৃঙ্খলা বাড়ানোর অভিযোগে অনেক দর্শক সন্তুষ্ট থাকতে পারেননি।
এছাড়া, সাংবাদিকরা আয়োজক কমিটির বাধার মুখে স্টেডিয়ামে প্রবেশ করতে পারেননি। কিছু গণমাধ্যম কর্মী অভিযোগ করেন যে, সাংবাদিক পরিচয় সত্ত্বেও তাদের টিকিট ছাড়া প্রবেশ করতে দেওয়া হয়নি।
কনসার্টের আয়োজক কমিটি দাবি করেছে যে, সঠিক আইনশৃঙ্খলা রক্ষায় যথেষ্ট বাহিনী মোতায়েন ছিল, তবে দর্শকদের অভিযোগ রয়েছে যে, আয়োজকরা যথাযথ দায়িত্ব পালন করেনি।
পুলিশ কর্মকর্তা তানভীর আহমেদ জানিয়েছেন, মোবাইল চুরির ঘটনায় তারা তদন্ত শুরু করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।