টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এলাকায় ধলেশ্বরী নদীতে গোসলে নামার পর নিখোঁজ হওয়া তিন বোনের মধ্যে এক জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতের নাম মনিরা আক্তার (১১)। সে কেশন মাইজাল গ্রামের মনিরুজ্জামানের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
শনিবার (৪ অক্টোবর) রাতের দিকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। তবে বাকি দুই বোন আছিয়া আক্তার (১২) ও মাফিয়া আক্তার (১০) এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন কিশোরীই ধলেশ্বরী নদীতে গোসলে নামার পর নদীর স্রোতে ভেসে যায়। তারা সোনা মাইজাল গ্রামের প্রবাসী বোরহান উদ্দীনের দুই মেয়ে এবং তাদের খালাতো বোন মনিরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) তারা এক খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে এসেছিল।
ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু রবিবার (৫ অক্টোবর) সকালে নিহত ও নিখোঁজদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং উদ্ধার অভিযান পরিদর্শন করেন। এ ঘটনা ঘিরে পুরো এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।