নিরাপদ অভিবাসন ও প্রতারণা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে টাঙ্গাইল উপজেলা প্রশাসন মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অর্ডিনেটর সৈয়দ হামিদুর রহমান।
এছাড়া ইউরোপ ও লিবিয়া থেকে শূন্য হাতে ফিরে আসা কয়েকজন অভিবাসী তাদের প্রতারণা ও নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন, যা উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রতিনিধি, প্রবাসবন্ধু ফোরামের সদস্য, গণমাধ্যমকর্মীসহ অভিবাসন বিষয়ে কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন অংশীজন অংশ নেন।
শেষে প্রধান অতিথির হাতে প্রত্যাশা ২ প্রকল্পের আওতায় রিটার্নি অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণের জন্য আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।











