নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে নৌকার সমর্থককে নৌকা মার্কায় ভোট না চাওয়ার জন্য পিস্তল ঠেকিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (১৩ ডিসেম্বর) রাতে আক্তার হোসেন নামের এক ব্যক্তিকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে আক্তার হোসেন বাদি হয়ে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর থানায় সোহাগসহ তিন জনের নাম সাধারণ ডায়েরী করেছেন।
আক্তার হোসেনের অভিযোগ, নৌকার পক্ষে ভোট চাওয়ায় সোহাগ হোসেন নামের এক দাদন ব্যবসায়ী তাকে হত্যার অভিযোগ দিয়েছে।
চর পাকুল্ল্যা গ্রামের মো. ফজলুল হকের ছেলে সোহাগ মিয়া, গোয়ালপাড়া গ্রামের মৃত আক্রম সরকারের ছেলে মো. নজরুল মিয়া, বিলবাথুয়াজানী গ্রামের মৃত রবি মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর মিয়া বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, গত ১১ ডিসেম্বর দাইন্যা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফজাল হোসেনের পক্ষে আক্তার হোসেন দর্জিপাড়ার জেলে পাড়া এলাকায় নৌকার ভোট চাইতে যান।
পরে ১৩ ডিসেম্বর রাতে দাইন্যা ইউনিয়নের শ্যামার ঘাট মোড় থেকে জাহাঙ্গীর মিয়া ও সোহাগ মিয়া জোরপূর্বক মোটরসাইকেলে করে আক্তার হোসেনকে তুলে নিয়ে ব্রীজের উপর যায়।
সোহাগকে বাঁধা দিলে সে পিস্তল ঠেকিয়ে হুমকি দেন।
নৌকায় ভোট চাওয়ার কারণে অকথ্য ভাষায় গালিগালাজও করে নৌকায় ভোট চাইতে নিষেধ করেন।
ভোট চাইলে ও এ বিষয়ে কাউকে জানালে বা আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি দেন তারা।
পরে আকুতি মিনতি করে সোহাগের কাছ থেকে ছাড়া পান আক্তার হোসেন।
সোহাগেও বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় এলাকাবাসী।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার এসআই মো. মাসুদুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি; তবে কাগজ এখনও হাতে পাইনি। সম্পাদনা – অলক কুমার